শুধু মাত্র ফেসবুকের ইনকাম দিয়েই সম্ভব, এই জায়গাটা আমি আজ থেকে ৩ বছর আগে নিয়েছিলাম মাত্র ফেসবুকের ১২ মাসের ইনকাম দিয়ে। আজকে এই বাড়ির জায়গাটার দাম ৪০-৪৫ লাখ টাকা। যায়গার লোকেশন-(কুমিল্লা, সাতরা, ধর্মপুরের পরে) আরো দুইটা দোকান নিয়েছি একটা ঢাকা রামপুরাতে, আর একটা নরসিংদী বান্টি মার্কেটে। আমি ঢাকা গিয়ে সাইনবোর্ড সহ দেখিয়ে দেবো আপনাদের কে। এই কথা গুলো বলার উদ্দেশ্য হলো আল্লাহ সবাইকেই তৌফিক দেয়, কাউকে আগে কাউকে পরে। উদ্দেশ্য যদি সৎ হয় আপনি জিবনে ভাল কিছু করতে পারবেন, কিন্তু অহংকার করবেন না কোনো সময় এইটা আল্লাহ পছন্দ করন না! আজকে আমি দেশ বিদেশেও ঘুরতে যাই এই পর্যন্ত প্রায় ৪টা দেশ ঘুরেছি আরো ঘুরাঘুরি করার ইচ্ছে আছে। এই কাজ গুলো করা সম্ভব হতো না আমার জন্য যদি আমি Content creation এ না আসতাম। সবই আপনাদের ভালবাসার অবদান আপনারা ভাল না বাসলে হয়তো আমার যাত্রা টা অনেক কঠিন হয়ে যেতো। আসা করি এইভাবে আপনাদের ভালবাসা টা আমার প্রতি বজায় রাখবেন এবং সবাই দোয়া করবেন🤲🫡
বলেছিলাম না ফেসবুকের ইনকাম থেকেই সম্ভব ,এই হচ্ছে আমার প্রথম দোকান, ভাবা যায় এই ছোট্ট একটা দোকানে ২০ লাখের বেশি কাপড় আছে। আরও একটা দোকান আছে ওইটা একটু আমার থেকে দুরে নরসিংদী বান্টি মার্কেটে।সময় করে গিয়ে আপনাদের কে দেখাবো। সবাই দোয়া করবেন আমার জন্য আরও যেনো ভাল কিছু করতে পারি🤲