হাজার খানেক মানুষ তোমাকে পছন্দ করবে। শ'খানেক তোমার সাথে প্রেম করতে চাইবে। গোটা দশেক তোমায় ভালোবাসবে। কিন্তু একজন থাকবে, যে তোমায় সম্মান করবে। যদি বেছে নিতে হয়, তবে তাকেই বেছে নিও। যেই মানুষটা তোমায় সম্মান করে তার কাছে তুমি সবসময়ই ভালো থাকবে। তোমার সীমাবদ্ধতা কেবল তার কাছে পছন্দ, প্রেম বা ভালোবাসা পর্যন্ত নয়। সে তোমাকে গুরুত্ব দিবে নিজের শেষ নিশ্বাসে। পৃথিবীতে সবকিছুর মাঝে দেয়াল থাকলেও সম্মানের মাঝে কোনো দেয়াল থাকে না। পছন্দ বদলাতে থাকে। প্রেম ধীরে মুছে যায়। ভালোবাসায় বিরক্তি চলে আসে। কিন্তু সম্মানটা আজীবন যত্নে হৃদয়ে থাকে।✨#miraz #mk1 #malaysia