এই পৃথিবীতে যদি আমি কাউকে ভালবেসে থাকি সে হলো শুধুমাত্র আমার আজান কে।🥰ওর জন্যই আমি এখোনো বেঁচে আছি।ওর জন্য সব ধরনের যুদ্ধ করতেও তৈরি আমি।কিন্তু হঠাৎ যদি শুনতে পান আমি মারা গিয়েছি ।তাহলে বুঝে নিবেন আমি মরতে চায়নি।আমাকে মেরে ফেলা হয়েছে।⚰️❤️🩹
সবকিছু মেনে নিয়ে আমি কেবল বেঁচে থাকার চেষ্টা করে যাচ্ছি।🙂আমি যা চাইনি তাও অনেকবার করতে হয়েছে।আমি যা কখনো ভাবি নি সেই পথেও হাঁটতে হয়েছে।জীবন সবসময় আমার ইচ্ছা মত চলে নি বরং আমি জীবনের সিদ্ধান্ত মেনে নিয়েছি।কখনো নিজেকে বুঝিয়ে,কখনো পরিস্থিতিকে মেনে নিয়ে।আমি কেবল বেঁচে থাকার চেষ্টা করে যাচ্ছি।🙂 #naziaborsha #CapCut #trendingsong #foryoupageofficiall #trend #tiktokofficial #foryou #highlight
আমি একটা পাখি পুষে ছিলাম সেটি উড়ে গেল, একটা কাঠবিড়ালি পুষে ছিলাম সেটিও চলে গেল। শেষে বুদ্ধি করে একটা বৃক্ষরোপণ করলাম, পাখি এবং কাঠবিড়ালি দুটোই ফিরে এলো। ভালোবাসা আর প্রেম কি এক? প্রেম আসে যায় | লক্ষ্মীকান্তপুর লোকালের মতো | কখনো আপ কখনো ডাউনে | আর আমার কেন জানি মোনে হয়- স্টেশনের ধারের ওই ল্যাম্প পোস্টটা, দিন রাত ঠায়ে দাঁড়িয়ে থাকে রেল লাইনটাকে ভালোবেসে | প্রেমে যখন প্রতীক্ষার নেশা লেগে যায়, তখন কি তাকে ভালোবাসা বলে? তুমি বরং আমায় বৃদ্ধ বয়সেই ভালোবেসো আমার সাথে না হয় তুমি শেষ হাসিটা হেসো। বৃদ্ধ বয়সে কেউ দেবে না আশা, তুমি না হয় আমার জন্যে জমিয়ে রেখো একটু ভালোবাসা। শেষ বয়সে যখন কেউ হবে না সাথী, তখন আমি না হয় ঘটা করে বলবো, তোমায় অনেক অনেক ভালোবাসি।❤️🩹 #naziaborsha
My experience says”A man can apologize, cry, and even faint, and still be lying”..HaHaHa আর যাই হোক না কেন দু:মুখী মানুষের সাথে সম্পর্কে জড়ালে কখনো সুখী হওয়া যায় না।❤️🩹#naziaborsha #CapCut #foryou #foryoupageofficiall #trend #trendingsong