ঠিক এভাবে তুমি তোমার জীবন থেকে আমাকে সরিয়ে দিলে; অথচ কথা ছিলো সারাজীবন পাশে থাকবে..! -তুমি আমার জীবনে আসার আগে অব্দি আমার জীবনে বড়সড় কোনো দুঃখ ছিলো না! যে টুকু দুঃখ আসতো, তা চোখের পানি গড়িয়ে পড়ার আগেই মিলিয়ে যেতো! -এই যে তুমি আমার হয়েও হলে না এই দুঃখ টা আমার কাছে সমুদ্রের মতো! যদি পৃথিবীর সমস্ত দুঃখ একদিকে আর অন্য দিকে প্রিয় মানুষটা কে হারানোর দুঃখ রাখা হয়! তবে প্রিয় মানুষ কে হারানোর পাল্লাটাই বেশি ভারী হবে! পেয়ে হারানোর অনুভূতি টা কাউকে বলে বুঝানো যায় না! -তবুও মানুষ ভালোবাসে, ভালোবাসতে চায় সমস্ত দুঃখের বিপরীতে! একটা সুনালী সুখের আশায়! -ইচ্ছের বিরুদ্ধে গিয়ে ও বাঁচতে শিখতে হয়, হ্যাঁ আমি আমার ভালোবাসার মানুষের পাশে অন্য কাউকে দেখার মত যন্ত্রণা সহ্য করছি..! 😅💔 Ig:rafi.zayn07_✨ @𝐑𝐚𝐅𝐢 𝐙𝐚𝐲𝐧 🚩 #foryou #fyp #copylink #sadvibes #unfrezzmyaccount #_rafizayn07_ #coxsbazar