অথচ আপনি জানলেন না! কতটা ক্ষত নিয়ে আমি ফিরে এসেছি সেসব জায়গা থেকে যে সব জায়গাকে আমি কমফোর্ট জোন ভাবতাম। আমি দেখেছি, নিজের হাসি ভরা মুখটা আস্তে আস্তে মলিন হয়ে যেতে। আপনাকে যত্নে রাখতে গিয়ে আমি নিজেকে যত্নে রাখতে ভুলে গেছি। বিনিময়ে যা পেয়েছি তা শুধু কেবলই দুঃখ আর কষ্ট। আমার জানতে ইচ্ছে করে ঠিক কতটা ভালবাসলে, মানুষ থেকে যায়। হুট করে আগ্রহ হারিয়ে ফেলা আর জেনে শুনে আগুনে ঝাঁপ দেওয়া দুটোই আমি দেখেছি। আমি চোখের সামনে প্রিয় মানুষকে অন্যের হতে দেখেছি! দিনশেষে আমি নিজেকে চিনেছি, জেনেছি, ভেঙেছি, গড়েছি।🤍🌸#sorna_1
নারীকে নারীর মতো করে ভালোবাসতে হয়,নইলে তারা গুটিয়ে যায়! তাদের কাছে পৌরুষত্ব বলতে,টাকা-পয়সা নয় বরং দায়িত্ব-কর্তব্য নেয়ার ক্ষমতা। কোনো পুরুষের মধ্যে দায়িত্ব নেওয়ার ক্ষমতা দেখলেই যেকোনো নারী সেখানে অনায়াসে গা ভাসিয়ে দিতে পারে। অনেকের অঢেল টাকা- পয়সা, ধন-সম্পত্তি আছে কিন্তু তারা একটা মেয়েকে যত্ন করে আগলে রাখার মতো ক্ষমতা রাখে না! তার কাছে নারী কখনোই যাবে না! নারীকে অল্পতেই খুশি রাখা যায়। সামান্য সন্ধ্যার হাওয়াতে নদীর পাড়ে কিংবা জরাজীর্ণ কোনো নিরিবিলি খোলা আকাশের নিচে নিয়ে গেলেও তারা পুলকিত হয়। তাদের ভরসার স্থানটা আরো শক্ত হয়ে ওঠে। গুটিকয়েক বেলি ফুলের মালা কিংবা এক প্লেট ফুসকা-পানিপুরিতেই তাদের মুখে যে হাসি আসে, সেটা চিন্তার বাহিরে। ❤️🌼#sorna_1